নামেন আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বিশেষণ ব্যবহার না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় (ঢাকা বিভাগ) প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশ দেন তিনি।
এ কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মইন খান। এতে অংশ নেন দলের ঢাকা বিভাগের নেতাকর্মীরা।
কর্মশালার সমাপণী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৩১ দফার আলোকে বিএনপি এমনভাবে রাষ্ট্র মেরামত করতে চায়, যেখানে ভাগ্য বদল হবে সব শ্রেণি-পেশার মানুষের।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহিতা প্রতিষ্ঠা হয় না। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তারেক রহমান অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া ৩১ দফার আলোকে জনগণের মন জয় করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে প্রান্তিক পর্যায়ে ৩১ দফার বার্তা পৌঁছে দেওয়ার পরামর্শ দেন তিনি।
কর্মশালায় বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ ক্ষতিগ্রস্ত খাতগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দেশের উন্নয়ন করার কথা তুলে ধরেন তারেক রহমান।