মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

রংধনু টিভি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১৩ টাইম ভিউ

হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

ঢাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক।

রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

তিন বিচারপতির বিষয়ে অনুসন্ধানের আলোচনার মধ্যে ২০১৯ সালের আগস্টে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত জানানো হয়।

তখন এই তিন বিচারপতি ছুটির আবেদন করেন।
২০১৯ সালের ২২ আগস্ট হাইকোর্ট বিভাগ থেকে বলা হয়, তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরবর্তীতে তারা ছুটির প্রার্থনা করেন।

এ বিষয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, প্রধান বিচারপতি তিন বিচারপতির ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন এটা রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছেন। আমাদের আইনজীবী যারা ছিলেন তারা সবাই চান আমাদের আদালতটা সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকুক।

কারণ কারও সম্বন্ধে যেন কোনো কথা না ওঠে।
তিন বিচারপতির বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে এমন প্রশ্নে তিনি বলেছিলেন, অভিযোগ সেটা অনুসন্ধানের পরেই জানা যাবে। কী অভিযোগ তা জনসম্মুখে প্রকাশ করাটা আমি মনে করি বিচার বিভাগের জন্য শুভ হবে না। আর এটা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির ব্যাপার এবং সেভাবেই দেখতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD