মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ টাইম ভিউ

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর লিখিত পরীক্ষা ব্রিফিং অনুষ্ঠিত

শেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, সেপ্টেম্বর ২০২৪ এর লিখিত পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার সহিত সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

(২১ নভেম্বর) বৃস্পতিবার বিকাল ৪ ঘটিকায় শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে লিখিত পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে লিখিত পরীক্ষা অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার-ফোর্সদের দায়িত্ব, কর্তব্য ও পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ব্রিফিংয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোনা সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম -সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD