মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

মদ খেয়ে স্কুলে শিক্ষকদের মাতলামি, ধরতে আসা পুলিশও মদ্যপ!

রংধনু টিভি ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২১ দেখা হয়েছে :

মদ খেয়ে স্কুলে শিক্ষকদের মাতলামি, ধরতে আসা পুলিশও মদ্যপ!

মদ্যপ অবস্থায় স্কুলে হাজির শিক্ষক। ক্লাসে এসে শুরু করলেন মাতলামো। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানোরও উপায় নেই। কারণ, স্কুলের প্রিন্সিপালও ছিলেন মদ্যপ। দুজন একসঙ্গেই মদ্যপান করে এসেছেন তাঁরা। এ ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনা বিহার রাজ্যের নালন্দা জেলায়। সেখানকার একটি স্কুলের প্রিন্সিপাল নগেন্দ্র প্রসাদ ও চুক্তিভিত্তিক শিক্ষক সুবোধ কুমার মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার শুরু করেন তাঁরা।

শুরুতে এই দুই শিক্ষকের অদ্ভুত আচরণ নজরে পড়ে সবার। তাঁরা অসংলগ্ন আচরণ করছিলেন। এরপর কয়েকজন কথা বলতে গেলে আক্রমণাত্মক হয়ে তাদের গালিগালাজ করতে শুরু করেন ওই শিক্ষকেরা।

ঘটনার এক গ্রামবাসীরা পুলিশে অভিযোগ জানান। পুলিশ স্কুলে গিয়ে দেখেন, দুই শিক্ষকই মদ্যপ অবস্থায় রয়েছেন। তাঁরা হাঁটতে কিংবা সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। পরে ওই দুই শিক্ষককে টেনে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

এরই মধ্যে ঘটনা নতুন মোড় নেয়। গ্রামবাসীরা অভিযোগ করেন, উপস্থিত পুলিশদের মধ্যে একজন মদ্যপ অবস্থায় এসেছেন। তাঁকে ঘিরে নতুন কাণ্ড শুরু হয়। এক পর্যায়ে ওই পুলিশ সদস্যকে থানায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ওই প্রিন্সিপাল ও সহকারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্কুল থেকেও বরখাস্ত করা হয়েছে।

২০১৬ সাল থেকে মদ নিষিদ্ধ বিহারে। আর সেই রাজ্যেই এমন কাণ্ড বেশ সমালোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal