নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫
নেত্রকোনার পূর্বধলায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের করা হয়।
পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামে একটি ফেইসবুক আইডি থেকে মিছিলটির এক মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়।
এরপর রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করে৷
জানা গেছে, শাহাদত হোসাইন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বড় ভাইয়ের ছেলে।
আওয়ামী লীগ সরকার পতনের পর জেলায় এটাই প্রথম কোনো মিছিল করল ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে সড়ক দিয়ে অনেক দূর এগিয়ে যান।
মিছিল শেষে মোটরসাইকেলে করে দ্রুত সবাই এলাকা ছেড়ে চলে যান।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, সকালে ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিট মিছিল করে পালিয়ে গেছেন ছাত্রলীগের ছেলেরা।
এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।