ময়মনসিংহের ত্রিশালে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই-আগস্ট গণঅভ্যুথানে শহীদ ও আহতদের স্মরনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্ব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনসুর আহাম্মদ,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নজরুল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) সামসুজ্জামান মাসুম,উপজেলা সমবায় কর্মকর্তা মীর কাসেম।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন,ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার,সাবেক ছাত্রনেতা বর্তমান যুব নেতা মাজারুল ইসলাম জুয়েল,ছাত্র আন্দোলনে সমন্বয়কারি জিহাদ প্রমুখ।