মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

অপরাধ নির্মুলে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আরিফ রববানী, ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬০ দেখা হয়েছে :

চুরি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে
জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে
জনসচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী থানা মাঠ প্রাঙ্গণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ চাঁদ মিয়ার সভাপতিত্বে এবং এস, আই সুমন আহমেদের সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলার মান্যবর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ স্যার, সরিষাবাড়ী থানা বিএনপির আহবায়ক মোঃ আজিম উদ্দিন, জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল কবির তালুকদার শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামি সরিষাবাড়ী উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা দুলাল, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ আজিজ, গণধিকার পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোঃ সাবের হোসেন (বিপুল) প্রমূখ।

এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্যার বলেন, মাদক, সন্ত্রাস, ও জঙ্গীবাদ দেশের শত্রু। একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান ও পুলিশের কাজে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, গত ৫ তারিখের আগের পুলিশ আর ৫ তারিখের পরের পুলিশ সম্পূর্ণই আলাদা।
এর আগে দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় মাননীয় পুলিশ সুপার মহোদয় থানায় আগমন করিলে তাঁহাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুসজ্জিত গার্ড অব ওনার প্রদান করা হয়। ইহা ছাড়াও থানার বিশেষ কল্যাণ সভায় থানার সকল অফিসার ফোর্সদের মাঝে প্রধান অতিথির বক্তব্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। গত অক্টোবর মাসে থানার অফিসার ফোর্সদের মধ্যে যারা ভাল কাজ করেন তাদেরকে পুরস্কার প্রদান করেন এবং জিডি মূলে উদ্ধারিত মোবাইল প্রকৃত গ্রাহকের নিকট হস্তান্তর করেন। অনারম্বর এই অনুষ্ঠানে মাননীয় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় যোগদান করায় থানা পুলিশের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার মহোদয় থানার সকল অফিসার ও ফোর্সদের সাথে একসাথে লাঞ্চ করেন।।
অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে গতকালের অনুষ্ঠানটি সরিষাবাড়ী মানুষের হৃদয়ে স্থান পেয়েছে এবং পুলিশ সুপারসহ থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal