সরিষাবাড়ী বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সরিষাবাড়ী থানার ৪ নং আওনা ইউনিয়ন ও ৫ নং পিংনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত সরিষাবাড়ী থানাধীন পিংনা কলেজ প্রাঙ্গনে একটি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শরিফুর রহমান অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অফস), ময়মনসিং রেঞ্জ মহোদয়।
স্থানীয় দুইটি ইউনিয়ন সহ আশেপাশ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অনেক সুধীজন উক্ত সভায় অংশগ্রহণ করেন। একটি সুন্দর ও সফল এই অনুষ্ঠানে সকলেই খোলামেলা মতামত প্রকাশ করেন। সামাজিক ব্যাধির এসব অপরাধ দমনে সকলেই পুলিশের কাজে সহযোগিতা করবেন বলে আশ্বাস পাওয়ায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সার্থক হয়েছে বলে আমি মনে করি। অংশগ্রহণকারী সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান অতিথি যমুনা ফার্টিলাইজার পরিদর্শন করেন।।