বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বঞ্চিত ১১৯ জনকে সচিব ও ৪১ জনকে প্রথম গ্রেডে পদোন্নতির সুপারিশ করবে সরকার ভোলায় সাদপন্থীদের নিষিদ্ধ ও সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে ভোলা জেলা অবরোধের ঘোষণা পেশার মর্যাদা, সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: বিএমএসএফ ১৭ বছর পর কারামুক্ত আব্দুস সালাম পিন্টু মাদ্রাসা অধিদপ্তরে প্রশাসন ক্যাডারের পরিচালক নিয়োগ ৬ মাসে ১০০ পোশাক কারখানা বন্ধ, বেকার ৫০ হাজার শ্রমিক তজুমদ্দিনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল, জামায়াত নেতার পায়ের রগ কেটে দিল চাঁদাবাজরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবৃদ্ধ মাদ্রাসা ছাত্র আর নেই ময়মনসিংহ বিপুল পরিমাণ অ*স্ত্র ও মা*দক উদ্ধার

তজুমদ্দিনে ইসকনকে নিষিদ্ধের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৪১ দেখা হয়েছে :

ভোলা তজুমদ্দিন উপজেলায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল হয়েছে। গত ২৬ নভেম্বর ২০২৪ চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪.৩০ ঘটিকার সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখা। বিক্ষোভ মিছিলটি তজুমদ্দিন মোল্লাগ্রাম জামে মসজিদ থেকে শুরু হয়ে তজুমদ্দিন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন উত্তর বাজার জামে মসজিদের সামনে এসে প্রতিবাদ সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন সংগঠনের সদস্য, দায়িত্বশীলসহ তৌহিদী জনতা যুক্ত হন। এ সময় তারা ‘ইসকন, তুই সন্ত্রাসী, স্বৈরাচারের সাথী’, ‘বাংলাদেশে ইসকনের ঠাই নেই ঠাই নেই’, ইসকনের চামচারা, হুঁশিয়ার সাবধান, আমার ভাই আলিফ কবরে, খুনি কেন এখনো বাহিরে, আমার ভাই আলিফের হত্যার, বিচার চাই, বিচার চাই, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধানসহ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভকারীরা দ্রুত মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর,সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করা, ইসকনের অর্থের উৎস অনুসন্ধান ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক বলেন এই সন্ত্রাসী ও জঙ্গির সংগঠন ইসকন বাংলাদেশে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর এটার বাংলাদেশি নেতা সন্ত্রাসী ও জঙ্গি চিন্ময় আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে সে একটি গেরুয়া পতাকা আমাদের জাতীয় পতাকার উপরে লাগিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সভা সমাবেশের নাম করে সে এই অন্তর্বর্তী সরকারকে হুমকি-ধামকি, মুসলমান হিন্দু দাঙ্গা-হাঙামা বাঁধানোর ষড়যন্ত্র করে ইন্ধন দিয়েছে। সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে,আমরা এই দেশদ্রোহীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে ইস্কনকে নিষিদ্ধ করা হোক।

উল্লেখ্য যে, রাষ্ট্রদ্রোহের মামলায় সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনের বহিষ্কৃত সাবেক নেতা জঙ্গি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করার পর মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনের লোকজনের মধ্যে সংঘর্ষের মধ্যে চিন্ময় এর বিরোধী রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে,কুপিয়ে প্রকাশ্যে হত্যা করা হয় এবং মসজিদ,আদালত ভাংচুর ও মুসল্লিদের, আইনজীবীদের উপর হামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal