এই সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবেনা: রুমিন ফারহানা
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্কার বলেছেন এ সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবেনা। আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবীর প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্টু নিরপক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন। আমরা ষড়যন্ত্র দেখতে চাইনা, আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাইনা, আমরা চাইনা এই সময় ব্যবহার করে কোন দুস্কৃতিকারী চক্র আবারো বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক। আমার মা এবং আমি ছাড়া আমার পরিবার বলতে কেউ নাই কিন্তু এই হাজার হাজার মানুষ আছে আমার পরিবারের সদস্য। আজ সরাইলের মানুষের ভালবাসা দেখে আমি আজকে হাজার লক্ষ মানুষকে স্বাক্ষী রেখে বলছি, আমার জানাযা, আমার কাফন, আমার কবর, সরাইলের মাটিতেই হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির কর্মী সভায় সরাইল অন্নদা স্কুল মাঠে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমিন মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সেক্রেটারী জহিরুল হক খোকন, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জল প্রমুখ।