মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

গাজীপুরে গাড়িতে আগুন, সড়ক অবরোধ

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪৪ দেখা হয়েছে :

গাজীপুরে গাড়িতে আগুন, সড়ক অবরোধ

গাজীপুরের সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানা নিরাপত্তাকর্মী নিহতের খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে আরও কয়েকটি যানবাহন। একই সঙ্গে অবরোধ করেছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

শনিবার রাত আটটার দিকে মহানগরীর তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তাকর্মী মুন্নাফ মালিথাকে বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন, কয়েকটি যানবাহন ভাঙচুর ও মহাসড়কে অবরোধ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহিন আলম জানান, বাসসহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইট- পাটকেল ছুড়ে তাড়িয়ে দেয়। এতে নিরূপায় হয়ে ফিরে আসতে হয়।

রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়িগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। স্বাভাবিক হয়নি যান চলাচলও।

টেকনাফে অপহরণকারীদের দৌরাত্ম, অপহৃত আরও তিনটেকনাফে অপহরণকারীদের দৌরাত্ম, অপহৃত আরও তিন
উৎপাদনে ফিরলো মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্রউৎপাদনে ফিরলো মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্র
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত নিরাপত্তাকর্মী আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal