মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কি না জানি না: তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কি না জানি না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেলেও আগামী নির্বাচন দেশের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে। কারণ, মানুষের চিন্তাভাবনা, ধ্যানধারণার অনেক পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। তাই আপনাদের এমনভাবে কাজ করতে হবে, যাতে জনগণের সমর্থন আপনার প্রতি ও দলের প্রতি থাকে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে যাচ্ছি বা চলে গেছি। এটা কিন্তু ঠিক না। আমরা ক্ষমতায় যাইনি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারব, যখন আমরা জনগণের সমর্থন পাব। তাই জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আপনার কথা, আচরণ, ওঠাবসা, কথাবার্তাসহ সবকিছুর ওপর নির্ভর করছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে কি না। এজন্য জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। সোমবার খুলনা ও ময়মনসিংহে ‘রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফা’র বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। খুলনা ও ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক নেতা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে দিনব্যাপী বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, কেউ যদি কোনো ভুল করে থাকে, তাহলে একজন নেতা হিসাবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। সব নেতাকে ভুল শুধরে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD