মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

ভারত অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে, ১৮ কোটি মানুষ বসে থাকবে না’

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

ভারত অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে, ১৮ কোটি মানুষ বসে থাকবে না’

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না, বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দরের একটি প্রকল্পের পরিদর্শন শেষে এ মন্তব্য করেছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় কিছু মিডিয়া ও রাজনীতিবিদ এই অস্থিরতা সৃষ্টির পেছনে ইঙ্গিত দিচ্ছে। ভারত- বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, বাংলাদেশ নয়।

দেশের অর্থনীতির অন্যতম মাধ্যম পোশাক শিল্পের প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা টের পাচ্ছে সরকার। এছাড়া যেসব পোশাক কারখানা ঋণগ্রস্থ, যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না, এগুলোর বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে তিনি নারায়ণগঞ্জ নদী বন্দরের মাল্টিপল জেটি ও আধুনিক লঞ্চঘাট নির্মাণ পরিদর্শন করে জানান নদী রক্ষার ব্যাপারে তার মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন।

এসময় নৌ পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD