মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

সীমান্তে বিএসএফের গু*লিতে বাংলাদেশি নি*হত

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ দেখা হয়েছে :

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তে মেইন পিলার ৭৫১ এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রফিকুল ইসলামের ছেলে।

নিহত আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক শুক্রবার রাতে ভারত থেকে গরু আনতে যান। ভোরের দিকে তারা গরু নিয়ে ফেরার সময় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের সদস্যরা তাদের ধাওয়া করেন। বিএসএফের দাবি, ওই বাংলাদেশিরা ভারতীয় সীমান্তে তাদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাতে গেলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলে আনোয়ার নিহত হন। পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়। চোরাচালানের দুটি গরুও জব্দ করে বিএসএফ।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্তে গুলির শব্দ শুনে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি চালান। বাংলাদেশি সীমান্ত এলাকা থেকে একটি গরু জব্দ করা হয়েছে।

বাংলাদেশি নাগরিক আনোয়ারের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal