ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
নিহত জুলহাস উদ্দিন জীবন (৫০) একজন জুয়েলারি ব্যবসায়ী। তিনি সদর উপজেলার বত্রিশ এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে। তিন দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসার সামনে জীবনের ছোট ভাই রুবেল মিয়া (৩৫) তার বুকের নিচে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, রুবেল মাদকাসক্ত ও মাদক ব্যবসার সাথে জড়িত। পারিবারিক অশান্তি ও মাদকের কারণে রুবেলের স্ত্রীও কিছুদিন আগে বাবার বাড়ি চলে গেছেন।
প্রতিবেশীদের বরাতে জানা গেছে, রুবেল জীবনের কাছ থেকে নিয়মিত টাকা দাবি করতেন। মঙ্গলবার টাকা না দেওয়ায় রুবেল ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটান।
কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার তদন্ত চলছে।এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।