শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

জেলা-উপজেলায় থেকে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে Rongdhonutv

জেলা-উপজেলায় থেকে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে Rongdhonutv

সারাদেশে  জেলা/ উপজেলা  “রংধনু টিভি” প্রতিনিধি নিয়োগ চলছে।

অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন নিজের ব্যক্তিগত মেইল থেকে করতে হবে।

আবেদনের লিঙ্কঃ
https://docs.google.com/forms/d/1JmNJ1fp6gB5Ive0OwoOkQeRJ1nWdQ6BNkn5tDKNaKak/viewform

• অনলাইনে আবেদন অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই মেইলেই রিপ্লাই দেয়া হবে।

•পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ অগ্রাধিকার দেয়া হবে।

•নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।

•প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না।

•নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।

•অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।

• চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।

বি:দ্র:  “রংধনু টিভি” অনলাইন নিউজ পোর্টাল সরকার নিবন্ধন এর জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
“রংধনু টিভি” অনলাইন নিউজ পোর্টাল কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে অনলাইন নিউজ পোর্টাল পরিচালিত হয়। অনলাইন নিউজ পোর্টাল নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন।

যোগাযোগঃ
মোঃ ইসমাইল হোসেন।
01733275363
নির্বাহী সম্পাদক
রংধনু টিভি

© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD