মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

২ জানুয়ারির আগেই এনআইডির ভুল সংশোধনের আহ্বান

ইসমাইল হোসেন, ঢাকা
  • আপডেট সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ টাইম ভিউ

যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদের জরুরিভিত্তিতে ২ জানুয়ারির আগেই সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদের খসড়া তালিকা প্রকাশের আগেই এটি করার জন্য আহ্বান জানানো হয়েছে।

রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে তাদেরকে জরুরিভিত্তিতে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে, সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। ২ জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি।

তালিকা নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আগামী ২ মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD