সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

এবার পশ্চিমবঙ্গের মুসলিমদের নিয়ে ১৫ মিনিটে বাংলাদেশ দ*খলের হু*মকি

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ দেখা হয়েছে :

এবার পশ্চিমবঙ্গের মুসলিমদের নিয়ে ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের নাগরিকদের নিয়ে ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের এক নেতা। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে বুধবার (১১ ডিসেম্বর) এই হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস।

এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন “১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেয়া হোক, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই জেলার নেতা বলেন,”মঙ্গলবারও আমরা দেখেছি, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি’র নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন। আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি, তারা আমাদের জন্য যথেষ্ট। আমি বলেছি ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিন বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না ফোর্সও লাগবেনা।

টিংকুর রহমান দাবি করেন, “বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। ১৯৭১ সালে সাত লাখ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনেনা, মূর্তি ভাঙে, তাদের থেকে আমরা আর কী আশা করতে পারি।”

প্রসঙ্গত, গেল সোমবার বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানার ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তার দলের সব নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন, বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য। যদিও সেই কথা কানে না নিয়ে একদিন পরই বাংলাদেশ নিয়ে এই মন্তব্য করলেন মমতার দলের জেলা পর্যায়ের এই নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal