মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির: গয়েশ্বর চন্দ্র রায়

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ দেখা হয়েছে :

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপির ১৬ বছরের আন্দোলন শিকার করে না। তারা শুধু জুলাই আন্দোলনের কথা বলে। তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির।

বুধবার (১১ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলনের ফল সবাই ভোগ করতে পারে না, কতিপয় কয়েকজন তা ভোগ করে। অন্তবর্তী সরকারের কেউ কেউ বিএনপির চাইতে অন্য একটি দলকে বেশি প্রধান্য দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ আনেন তিনি। বলেন, বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনও চলমান, এ সরকারের অভিজ্ঞতার বড়ই অভাব।

বিএনপির আন্দোলন এখনও চলমান উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান দলের এ সিনিয়র নেতা।

ভারতের সাথে সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে নির্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত আমাদের পানিতে-ভাতে মারতে পারবে না; এতে তারা নিজেরাই মরবে। আমরা ভারতে না গেলে দেশের শতকোটি টাকা সাশ্রয় হবে। তাই ভিসা বন্ধ করায় ভারতকে স্বাগত।

এসময় দেশে অবৈধ যত ভারতীয় বাসিন্দা আছে, তাদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠাতে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal