মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

লক্ষ্মীপুর কমলনগরে যুবলীগ নেতা গ্রেফতার

মোঃ হেলাল পালোয়ান কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ দেখা হয়েছে :
লক্ষ্মীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলার মামলায় সাবেক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল বুধবার রাতে কমলনগর হাজির হাট বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মোসলেউদ্দিন কমলনগর উপজেলার ৫ নং  চরফলকন ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড ইউপির সাবেক সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুনাফ। তিনি বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় যুবলীগের সাবেক এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোসলেউদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা-মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ৪ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এসময় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসারনকৃত চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে গুলি চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। টিপুর নিজ বাসভবনের ছাদ থেকে প্রকাশ্যেই সালাউদ্দিন টিপু ও তাঁর সহযোগী গিয়াস উদ্দিন সোহাগসহ অন্যরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। এসময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal