মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:

স্কুলব্যাগে পাথর ভরে ডোবায় ফেলা হয় নাশিতের লা*শ

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ দেখা হয়েছে :

ফেনীতে নিখোঁজের চারদিন পর আহনাফ আল মাইন নাশিত নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু আহনাফ ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামার স্কুলের ৩য় শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গত সোমবার ফেনীর একাডেমী এলাকার আতিকুল আলম সড়ক থেকে প্রাইভেট পড়ে আর বাসায় ফিরেনি নিশাত। নিখোঁজের পর থেকে নাশিতের বাবা মাইন উদ্দিন সোহাগের কাছে একটি নাম্বার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মাইন উদ্দিন এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মড়েল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ আশরাফ হোসেন তুষার (২০) নামে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে করে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ রেললাইনের পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। স্কুল ব্যাগে পাথর ডুকিয়ে শরীরের সঙ্গে বেঁধে লাশ ডোবায় ফেলে দেয়া হয়। পুলিশ অপহরণের সঙ্গে জড়িত থাকায় মো. মোবারক হোসেন ওয়াশিম (২০) ও ওমর ফারুক (২০) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে।

খবর পেয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় নিখোঁজ আহনাফ নাশিতের বাবা মাইন উদ্দিন সোহাগ লাশটি তার ছেলে বলে শনাক্ত করে। নাশিতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal