ময়মনসিংহের তারাকান্দায়,শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার সকালে তারাকান্দা উপজেলার দাদরা গ্রামে অবস্থিত শহীদ বধ্যভূমিতে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা বিএনপির নেতা আবু হানিফ,আব্দুল মান্নান মেম্বার,ডা: আজিজুল হক,রাসেদ মেম্বার,তারাকান্দা উপজেলা জাসাস সভাপতি মাজেদুল হক আকন্দ ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমূখ।
পড়ে তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।