মোঃ গোলাপ মিয়া,ষ্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুজ্জামান এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয়ে। অভিযোগ কারী স্থানীয় আনসার আলী পুত্র রফিকুল ইসলাম।
অভিযোগে জানাযায় রফিকুল ইসলাম এর পিতা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬ শতক জমি মধ্যে ২২ শতক জমি গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রি করে দেন বাকি ১৪ শতক জমি বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে ভোগদখল করে আসছে। গত ৪/৬/২০২৪ ইং তারিখে প্রধান শিক্ষক মোঃ আরিফুজ্জামান তার ভাড়াটিয়া ৮/১০ জন লোক নিয়ে ১৪ শতক জমি প্রধান শিক্ষক দখল করে নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করেন। এক পর্যায়ে জমির মালিক রফিকুল ইসলাম বাড়ী লোকজন নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেয়। বিষয়টি প্রধান শিক্ষক আদিতমারী থানা পুলিশের সহযোগিতায় চাইলে খবর পেয়ে আদিতমারী থানার এস ,আই, আমিনুল ইসলাম সহ একাধিক অফিসার ঘটনার স্থানে উপস্থিত হয়ে তদন্ত করেন এসময় অভিযোগ কারী ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন না। ভুক্তভোগী জমির মালিক বিচার প্রার্থী হয়ে আদিতমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা নূর- আলম সিদ্দিকী কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।