মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলা পুলিশের মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
  • প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ দেখা হয়েছে :

ময়মনসিংহ জেলা পুলিশের মহান বিজয় দিবস উদযাপন

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪। ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভসূচনা হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে স্মৃতিসৌধে জেলা পুলিশের পক্ষ থেকে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় সকাল ৮:০০ ঘটিকায় সার্কিট হাউজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কুচকাওয়াজ শেষে তিনি সকাল ৯:৩০ ঘটিকায় শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজিত জেলা ও উপজেলায় দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সকাল ১০:৪৫ ঘটিকায় জেলা শুটিং কমপ্লেক্সে আয়োজিত শুটিং প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ শেষে পুলিশ সুপার মহোদয় ১১:০০ ঘটিকায় টাউন হলে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত বিজয় দিবসের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দিবসের সংগ্রাম, ত্যাগ, গৌরব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal