মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ দেখা হয়েছে :

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর)মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের গোরস্থানের ওপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন।
তিনি আরও বলেন, ‘শহীদ জিয়া শুধু স্বাধীনতা ঘোষণা করেননি, ২৫ মার্চ মধ্যরাতের পরপরই যখন তিনি খবর পেয়েছিলেন যে, ঢাকায় পাকবাহিনী জনগণের ওপর আক্রমণ করেছে, তখন তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি সৈন্যের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে ঘোষণা করে বলেছিলেন—আমরা বিদ্রোহ করলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম,সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন।
সমাবেশ শেষে নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিজয় র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal