ময়মনসিংহ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন হয়েছে
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালি ও প্রবাসী মেলা উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম। প্রবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার ও প্রবাসী পরিবারের মেধাবী সন্তানদের মাঝে চেক বিতরণ করেন উপস্থিত প্রধান অতিথি। এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রবাসীদের যেকোন ধরনের সমস্যা সমাধানে জেলা শ্রম ও কর্মসংস্থান কার্যালয়ের শরনাপন্ন হবার পরামর্শ প্রদান করেছেন সম্মানিত জেলা প্রশাসক।