মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে রুপালি ব্যাংক শাখা ডা*কাতের হাতে জি*ম্মি

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ দেখা হয়েছে :

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একদল ডাকাত প্রবেশ করেছে, এমন খবরের ভিত্তিতে রূপালী ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একদল ডাকাত প্রবেশ করে। পরে এলাকাবাসীর মাঝে বিষয়টি জানাজানি হলে ব্যাংকের পার্শ্ববর্তী মসজিদ থেকে মাইকিং করে জানানো হয় ব্যাংকে ডাকাত হানা দিয়েছে। এ সময় এলাকাবাসী ব্যাংকটি ঘিরে ফেলে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে সবাই ব্যাংকটি বাইরে থেকে ঘিরে রাখে। এর কিছু সময় পর সেনাবাহিনীর সদস্যরাও চলে আসে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়।

আরও একটি সূত্রে জানা যায়, ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল জিম্মি করে রেখেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

সরেজমিন দেখা যায়, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন। নিরাপত্তার স্বার্থে ব্যাংক-সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal