মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

অবস্থা উন্নতি করতে না পারলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা

ইসমাইল হোসেন, ঢাকা
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ দেখা হয়েছে :

অবস্থা উন্নতি করতে না পারলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা

এক মাসের মধ্যে সেবার মান বাড়াতে না পারলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। যানজট ও বায়ু দূষণ নিরসনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা, পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা ছিলেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় তিনি বলেন, গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স দিতে প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা যাবে। সেই সঙ্গে পুলিশকে আগামী সাত দিনের মধ্যে রাজধানীতে যানজট সমস্যার দৃশ্যমান উন্নতি ঘটতে হবে।

সড়কে চলাচলরত পুরোনো বাস-ট্রাকের বিষয়ে তিনি বলেন, ২০ বছরের বেশি পুরোনো বাস আগামী মে মাসের মধ্যে সড়ক থেকে সরিয়ে ফেলতে হবে। ট্রাকের ক্ষেত্রে এই সীমা ২৫ বছর। এ ব্যাপারে দেশের জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। সেই সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে পাইলট ভিত্তিতে নয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হবে।

তিনি আরও বলেন, যানজট কমাতে শিক্ষার্থীদের পরিবহনের জন্য স্কুল কর্তৃপক্ষকে বাস ব্যবহার করতে বলা হবে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal