মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

ডিম নিক্ষেপ-মিছিলের মুখে সস্ত্রীক আ’লীগ নেতাকে কারাগারে প্রেরণ

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ দেখা হয়েছে :

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে আদালতে হাজির না করে সরাসরি কারাগারে নেয়ার সময় তার বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য লিপি আক্তার গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপন করেন।

বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকায় গ্রেফতারের পর বগুড়া সদর থানা পুলিশের একটি টিম তাদেরকে বগুড়ায় নিয়ে আসে। সন্ধ্যায় শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে পৌঁছালে মিছিল থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করা হয়। একপর্যায় তাদেরকে আদালতে না তুলে পুলিশ ও সেনা সদস্যদের পাহারায় প্রিজন ভ্যান কারাগারের দিকে চলে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন নিরাপত্তার কারনে শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে যাওয়া হয়। বগুড়া সদর থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে আবেদন করা হয়। বগুড়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal