গাজীপুরে অবস্থিত ফ্রেন্ডস ক্লাব ৯৬, গাজীপুর এর ৫ম বর্ষপূর্তি ও ফ্যামিলি উৎসব ২০ ডিসেম্বর ২০২৪ ফারমার্স ইকো রিসোর্ট, আজমতপুর কালিগঞ্জ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে এস এস সি ৯৬ দেওয়া সকল বন্ধু বান্ধব ও তাদের পরিবারের এক মিলন মেলায় পরিনত হয়।
সকালে ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসক এর সামনে থেকে ফারমার্স ইকো রিসোর্টে পৌঁছে নাস্তা শেষে হাজী মামুন আরাবীর কোরআন তেলোতের মাধ্যমে এডভোকেট মুক্তাদির, ডা: সাইকেল এর সঞ্চালনা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
সকাল থেকে ছোট সোনামণি দের নিয়ে গান, কবিতা আবৃত্তি খেলাধুলার প্রতিযোগিতা ও লটারির আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস ক্লাব ৯৬, গাজীপুর এর সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম তিনি বলেন, আগামীতে এস এস সি ৯৬ বন্ধুের নিয়ে আরও ভালো মানের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান।