খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে রাজমিস্ত্রির সহকারী সাব্বির হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, সাব্বির রাতে জয়পুর বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে আসে। তাদেরকে দেখে সাব্বির দৌড় দেয়। তখন সন্ত্রাসীরা ধাওয়া করে তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। গুলিটি তার নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সাব্বির জয়পুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
রূপসা থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, হামলাকারীদের আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে। তবে এখনও হামলার কারণ জানা যায়নি।