সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গু*লি করে হ*ত্যা

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ দেখা হয়েছে :

নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় হুমায়ূন কবির নামে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুবৃত্তরা হুমায়ূনকে গুলি করে দুর্বৃত্তরা। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।

নিহত হুমায়ূন কবির পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিল। এ সময় শাহ আলম ও টিটু নামে দুজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মাহমুদুল কবির বাশার বলেন, ‌মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।

হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal