ময়মনসিংহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার
গতকাল সোমবার রাত পনে বারোটায় মাসকান্দা এলাকা থেকে কোতোয়ালী পুলিশ বিপুল পরিমান অস্ত্র ও মাদকসহ ফারজানা শান্তা (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । ফারজানা জানায় এগুলো তার স্বামী হৃদয় মিয়া (২৪) ও তন্ময় ( ২৫) এর বলে জানান। তারা এসব ক্রয় বিক্রয় করে । উভয় আসামী পলাতক রয়েছে বলে রেঞ্জ ডিআইজি জানান ।
তবে এসব অস্ত্র এতো অল্প বয়সের যুবকের কাছে কি করে আসলো, এদের সাথে কাদের যোগাযোগ রয়েছে তা ক্ষতিয়ে দেখে তাদের কে দ্রুত গ্রেফতার করার কথা বলেন। এসময় নবাগত জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন ।