মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ডিসি নির্দেশে ফার্মেসিতে মোবাইল কোর্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রস্তাব সমর্থনযোগ্য: ড. জিয়া হায়দার “ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত” জেলা পুলিশ নেত্রকোণা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না:-ধর্ম উপদেষ্টা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি মেঘনা আলমের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগরের পিতার সাথে শিক্ষা অফিসারের অশুভ আচরণ ময়মনসিংহের ডিসির হালুয়াঘাট পরিদর্শন ময়মনসিংহে আনন্দ টিভির নিউজ স্টুডিও’র উদ্বোধন

তজুমদ্দিনে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল,

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
  • আপডেট সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থী সন্ত্রাসী খুনিদের ফাঁসি, কাকরাইল মারকাজ ও ইজতেমা ময়দানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা, খুনি সন্ত্রাসী সা’দ বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও উপজেলা প্রসাশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৩ শে ডিসেম্বর ২০২৪, সোমবার সকাল ১০টায় তজুমদ্দিন মার্কাজ মসজিদ ও তজুমদ্দিন মোল্লা পুকুর জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন উপজেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষে জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম ইসলামপুর মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা মোসলেহুদ্দিন ইসলামপুরী, হজরত মাওলানা মানসুর আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদ স্বাক্ষরিত প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন তারা।

স্মরকলিপিতে যা লেখা ছিলো, তাবলীগ জামাতের সুন্দর সুশৃঙ্খল কাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সা’দপন্থী এতাতী জামাত দীর্ঘদিন বাংলাদেশে তাবলীগ জামাতের কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে ১লা ডিসেম্বর ২০১৮ ইংরেজী ইজতেমার ময়দানে হামলা করে তাবলীগ জামাতের সাথী আলেম ওলামা ও নিরীহ ছাত্রদের মারাত্মক আহত সহ ০১ (এক) জনকে খুন করে।
তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের কাছে আমরা এর কোন বিচার পাইনি। কিন্তু জুলাই/আগষ্টের বিপ্লবের পরে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এতাতি গ্রুপ তথা সা’দপন্থীরা। গত ১৭ ডিসেম্বর ২০২৪ ইংরেজী দিবাগত রাত ৩.৩০ মিনিটে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসাার ছাত্রদের উপর অত্যন্ত নির্মম ও বর্বরচিত ভাবে এরা সন্ত্রাসী হামলা করেছে। এতে আমাদের ০৪ (চার) জন সাথী নিহত ও প্রায় ৫০০ শত জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে খুনিদের ফাঁসি ও খুনি সন্ত্রাসী সা’দপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছি।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন, জামিয়া হোসেনিয়া মদিনাতুল উলুম ইসলামপুর মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা মোলেহুদ্দিন, তাবলীগ জামাত তজুমদ্দিন উপজেলার আমির মুফতি ঈসা সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ-সভাপতি হযরত মাওলানা ইলিয়াস মাহমুদ চৌধুরী, হযরত মাওলানা মনসুর আহমেদ হযরত মাওলানা ইউসুফ আহমেদ, তজুমদ্দিন মধ্যবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোহসেনউদ্দিন সাহেব, তজুমদ্দিন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নাছরুল্লাহ সাহেব, হজরত মাওলানা আব্বাস উদ্দিন সাহেব।

উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, তাবলীগে জামাত ওলামা মাশায়েখ তজুমদ্দিন উপজেলার নায়েবে আমির আব্দুর রহিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি রাসেল আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম হাছনাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, উপজেলা শাখার প্রচার সম্পাদক শামসুদ্দীন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তজুমদ্দিন উপজেলার বিভিন্ন আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থী এবং তৌহিদী জনতারা দলে দলে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD