মাদ্রাসা অধিদপ্তরে প্রশাসন ক্যাডারের পরিচালক নিয়োগ
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।এ পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন পরিচালক পদায়নের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের জন্য চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।