মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

মাদারীপুরের শিবচরে কলেজবাসে আগুন!

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

পার্কিং করা অবস্থায় কলেজবাসে আগুন!

মাদারীপুরের শিবচরে পার্কিং করা কলেজবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বাসটির বেশির ভাগই অংশ। সোমবার (৩০ ডিসেম্বর) ভোররাতে শিবচর পৌর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার বিকেলে শিবচরের পৌর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা হয় শরিয়তপুরের জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস। পরে সেখান থেকে বাড়িতে চলে যান বাসের চালক ও হেলপার। রাত ৪টার দিকে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ‘এটি স্বাভাবিক ঘটনা নাকি নাশকতা সে বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD