মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জ ইউএনও অফিসে আগুন

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ টাইম ভিউ

বগুড়ার শিবগঞ্জ ইউএনও অফিসে আগুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ইউএনও অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায়। পরে অফিসের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলতিছে। সাথে সাথে ইউএনও স্যারকে ফোন দিলে তিনি (ইউএনও) ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তখন ইউএনও অফিস আগুনে জ্বলছিলো। অফিসের আসবাবপত্র পুড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান,বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD