মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

অনলাইন নিউজ ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ টাইম ভিউ

বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান।

আজ (মঙ্গলবার) বঙ্গভবনে রাষ্ট্রদূত পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করেন।

ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ফিলিপাইনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ।

রাষ্ট্রপতি ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন ডলার উদ্ধারে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, বাকি ৬৬ মিলিয়ন ডলার দ্রুত দেশে ফিরিয়ে আনতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার নির্বাচিত করতে ফিলিপাইনের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত স্বদেশ প্রত্যাবাসনে ফিলিপাইনের সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD