শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন

বালু উত্তোলনে বা*ধা দেয়ায় বৃদ্ধকে পি*টিয়ে হ*ত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৭১ দেখা হয়েছে :

চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১নং বাগানবাজার ইউনিয়নে বালু উত্তোলনে বাধা প্রদান করায় কথা কাটাকাটির জের ধরে দুর্বৃত্তের হামলায় দুলাল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার( ৯ জানুয়ারী ২০২৫ইং) সকাল ১১টার দিকে বাগানবাজার ৩নং ওয়ার্ডের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ওই বৃদ্ধ একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্যসহ অন্যান্যদের কাছ থেকে জানা গেছে কয়েকজন ব্যক্তি নিহতের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করার সময় ওই বৃদ্ধ বালি উত্তোলনে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার মাথায় বালির মেশিনের লোহার প্যাডেল দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রামগড় উপজেলা হাসপাতালে নেয়ার পর রেফার করা হয়, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুলাল মিয়া (৬৫) মারা যান।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হক জানান বালু উত্তোলনে বাধা প্রদানের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal