গত ১০ জানুয়ারি’২৫ শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে ভোলা সদর বাংলা স্কুল মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় “ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই কার্যকর পন্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমেদ।
প্রধান অতিথি মুনতাসির আহমেদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ২০২৫ ইং সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
উক্ত নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে এইচ এম মোঃ মাহমুদুল হাসান সহ-সভাপতি হিসেবে হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে এইচএম মুহাম্মদ ইয়ামিন ইরফান মনোনীত হয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ আদনান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ভোলা পৌর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আক্তার হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি অধ্যাপক মাহদি হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এইচএম ইয়ামিন ইরফান, প্রশিক্ষণ সম্পাদক এম. এম হাবিবুল্লাহ বাহারী, দাওয়া সম্পাদক মুহাম্মদ হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাকিব আহমেদ জোবায়ের, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ ইয়াসিন ঢালী,আলীয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ শাহিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম শাওন, ভোলা সদর থানা শাখার সভাপতি হোসাইন আহমদ শাহীন,দৌলতখান থানা শাখার সভাপতি মুহাম্মাদ কেফায়েত উদ্দিনসহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।