চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নের মধ্যম বুড়িশ্চর গ্রামে একটি ছয়তলা বাসা বাড়ির তিনতলার একজন ব্যবসায়ীর ফ্ল্যাটে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ফ্ল্যাটের বাসিন্দারা ছিলেন না। এই ফাঁকে চোরের দল ফ্ল্যাটের মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে ছয় ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
গত রোববার রাতের কোন এক সময় চোররা এই ঘটনা ঘটায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকার ব্যবসায়ী মুহাম্মদ নাদের আলী।
ঘটনার পরে সোমবার বিকেলে হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মহিউদ্দিন সুমন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাদের আলী প্রথম আলোকে বলেন, শুক্রবার তাঁর স্ত্রী সন্তান বাবার বাড়িতে ছিলেন। তিনি ছিলেন চট্টগ্রাম নগরে। এই ফাঁকে বাসায় গভীর রাতে চোর ঢুকে ছয়ভরি স্বর্ণ ও মূল্যাবান জিনিসপত্র লুট করে। তাঁরা পুলিশকে অভিযোগ দিয়েছেন।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহিউদ্দিন সুমন বলেন, ঘটনাস্থল পরিদশর্ন করেছি। তদন্ত করে চোর শনাক্তের চেষ্টা চলছে।