ত্রিশালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত
ময়মনসিংহের ত্রিশালে”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার(১৪ জানুয়ারি) সকালে নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪৬ তম বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার,ত্রিশাল সরকারি নজরুল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আঃ রাজ্জাক,নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।