শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
যেভাবে সাভারের ফাস্ট লেডি হয়েছিলেন ডাক্তার ফরিদা ত্রিশালে গার্মেন্টস কারখানায় একের পর এক অসুস্থ হচ্ছে শ্রমিক  আদিতমারীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত ত্রিশালে শান্তি ও সম্প্রতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিক শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত রামপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রিশালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খাগড়াছড়ি পুলিশ সুপারের উদ্যোগে রমজানে  পুলিশ সদস্যদের মাঝে  সেহেরী  এবং খেজুর বিতরণ যুক্তরাজ্যে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলা সরকারি কলেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ধর্ষকদের ফাঁসি ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তজুমদ্দিন এক কেজি গাাঁজাসহ বিক্রেতা আটক

সাবেক উপদেষ্টা ও আইজিপি এম আজিজুল হক ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ দেখা হয়েছে :

সাবেক উপদেষ্টা ও আইজিপি এম আজিজুল হক ইন্তেকাল করেছেন

সাবেক আইজিপি এম আজিজুল হক (৮৪) বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) ভোর সাড়ে তিনটায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তিনি ১৯৬৫ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগদান করেন। পুলিশ একাডেমী থেকে প্রশিক্ষণ শেষে সহকারী পুলিশ সুপার, সিলেট; এসডিপিও, মৌলভীবাজার; অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ ও ঢাকা জেলা; পুলিশ সুপার, পাবনা ও এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান এবং ডিআইজি হিসেবে এপিবিএন; চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জ; স্পেশাল ব্রাঞ্চ; ডিএমপি, কমিশনার ও প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন।

মরহুম এম আজিজুল হক ২২ এপ্রিল ১৯৯৬ সালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন ।

তিনি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌ পরিবহন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ।

মরহুম এম আজিজুল হক ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর ফরিদপুর জেলার সদর থানাধীন ঝিলটুলি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন ।

মরহুমের জানাযা আজ বুধবার বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে বাংলাদেশ পুলিশের পক্ষে সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ; বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মোঃ মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান; বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এবং স্পেশাল ব্রাঞ্চের পক্ষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মরহুমকে আজ বাদ আছর রাজধানীর উত্তরায় কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুমের তিন ছেলের মধ্যে বড় ছেলে আসিফ আজিজ স্ট্যান্ডাড চাটার্ড ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, মেজ ছেলে হাসিব আজিজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বর্তমান পুলিশ কমিশনার ও ছোট ছেলে ডা. তৌফিক আজিজ মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক :

সাবেক আইজিপি এম আজিজুল হকের মৃত্যুতে বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান আজ বুধবার এক শোক বার্তায় মরহুম এম আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



1

2

3

4

© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal