ফুলপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের বওলাকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ফুলপুর-তারাকান্দা সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী)জননেতা মোতাহার হোসেন তালুকদার।
খেলায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,পৌর ছাত্রদলের আহবায়ক উমর ফারুক সরকার ও ফুলপুর উপজেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।