বাংলাদেশ জামায়াত ও ইসলামী আন্দোলনের একত্রে কাজ করার ঘোষণা
শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রত্যাশা, এ দেশের দেশপ্রেমিক ইসলামিক জনতার প্রত্যাশা, সব কেন্দ্রে যেন একটি বাক্স থাকে। নির্বাচন নিয়ে আমাদের দাবি আর উনাদের দাবি একই।
ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের বাড়িতে গিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রত্যাশা, এ দেশের দেশপ্রেমিক ইসলামিক জনতার প্রত্যাশা, সব কেন্দ্রে যেন একটি বাক্স থাকে। নির্বাচন নিয়ে আমাদের দাবি আর উনাদের দাবি একই। আমাদের রাজনৈতিক দাবির মধ্যেও কোনো কনফ্লিক্ট নেই। এক্ষেত্রে আমরা কোনো পরামর্শ করিনি, অন্তর থেকে জাতির প্রয়োজনেই এটি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। সেটা আগে, তারপর নির্বাচন।’
এ সময় সৈয়দ রেজাউল করিম বলেন, ‘গত ৫৩ বছরে জাতির কোনো আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামের পক্ষে কাজ করার যে সুযোগ সৃষ্টি হয়েছে, ইসলামিক দলগুলো তা কাজে লাগাতে না পারলে মানুষের অকল্যাণ হবে। একযোগে কাজ করতে পারলে আগামীতে রাষ্ট্রক্ষমতায় ইসলামী দলই থাকবে। রাজনীতির মাঠে চিন্তার ব্যবধান থাকতে পারে। ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছার। বর্তমান পরিবেশে আমরা কাছাকাছি চলে আসছি বলতে পারেন।’
9