সজীব হাসান
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা,কাঁচা বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান করেছেন ত্রিশাল উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারী নজরুল কলেজের সামনে থেকে শতাধিক দোকান ও কাঁচা বাজার, ফলের দোকান, স্মৃতিসৌধের সামনে থেকে অবৈধভাবে দখলে থাকা বিভিন্ন সংগঠন ও বাণিজ্যিক দোকান, হোটেল এবং স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মোফাখখারুল ইসলাম,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, ত্রিশাল পৌরসভার সচিব নওশীন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন,এখানে অবৈধ স্থাপনার কারনে যানজট লেগেই থাকতো। তাই আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগেও উচ্ছেদ করস হলেও তারা আবার স্থাপনা বসিয়েছিল আজ থেকে তারা যেন আবার না বসতে পারে তার জন্য মনিটরিং করা হবে।