২৩ বছর বয়সেই ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দিয়েছেন
জান্নাত জুবায়ের।অভিনয়ের জন্য তাকে প্রতি এপিসোডে পারিশ্রমিক দিতে হয় ১৮ লাখ টাকা, যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে।
এই অভিনেত্রী শুধু টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়া এবং ব্যবসাতেও সমান দক্ষ। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।
২০০১ সালের ২৯ আগস্ট মুম্বাইয়ে জন্ম নেয় এই টেলিভিশন। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও,অল্প সময়েই তিনি অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন।
তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’, এবং ‘তু আশিকি’। এছাড়াও রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন।
পাশাপাশি রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’-এ অংশগ্রহণ করে ‘সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী’র খেতাব অর্জন করেছেন।