স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার ক্ষোভে স্ত্রীর দুই হাত কেটে ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছে ফিরোজ মিয়া (২৮)।
রোববার (২৬ জানুয়ারি) রাতে আশুলিয়ার গাজিরচট এলাকায় এ ঘটনা ঘটে।স্বামী ফিরোজ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।তার স্ত্রী জাকিয়া একই উপজেলার জিগাতলা গ্রামের জামিলের মেয়ে।
সূত্র জানায় গত বছরের ১৬ এপ্রিল রাতে পরকীয়ার সন্দেহে জাকিয়া তার স্বামী ফিরোজের পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার পরেরদিন জাকিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। কিছুদিন পর জাকিয়া জামিন পেয়ে ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। স্ত্রীর চাকরির সংবাদ পেয়ে প্রতিশোধের নেশায় জাকিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করে আশুলিয়া থানার গাজীরচট এলাকার সেলিম মিয়ার বাসা ভাড়া নিয়ে পুনরায় ঘর সংসার শুরু করে।
রোববার রাতে দুজন একত্রে ঘুমিয়ে ছিলেন। ওই রাতেই সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে জাকিয়ার ডান হাত দ্বি-খন্ডিত করে এবং বাম হাতের উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় জাকিয়ার চিৎকার শুনে বাসার আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামী ফিরোজকে আটকে রেখে মারধর করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফিরোজকে গ্রেফতার করে। ফিরোজ ও জাকিয়ার সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।