এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
১ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২ টায় ভোলা সদর বাংলা স্কুল মাঠ সংলগ্ন জিএফসি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার সভাপতি হোসাইন আহমাদ শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় থানা সম্মেলন’২৫ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি এইচএম মাহমুদুল হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা শুধু ক্ষমতার পালাবদল দেখেছি, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত মুক্তির নিশ্চয়তা দেখেনি। আমরা যদি জনগণের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আদর্শিক ছাত্র সমাজের। আর আমাদের ত্রিদ্ধারা শিক্ষার্থীদের নিয়ে আদর্শ ছাত্রসমাজ গড়তে হলে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিকল্প নেই। যে সংগঠনটি ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ জাইলিয়াতে বিবর্জিত ছাত্রসমাজকে, আদর্শিক ছাত্র সমাজে রূপান্তরিত করেছে।
তিনি আরো বলেন, এদেশের সচেতন ছাত্র সমাজ জুলাই’২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে যেভাবে স্বৈরাচার কে পতন ঘটিয়ে, বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছেন। তেমনি আমাদেরকে আগামীতে এই জাহিলি সমাজের পরিবর্তন ঘটিয়ে; ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ ইং সেশনের জন্য ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মদ হোসাইন আহমদ ,সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ হাসান,সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ হোসেন বাপ্পি,সাংগঠনিক সম্পাদক হিসেবে এইচএম নাসিম আরাফাত,প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মুহাম্মদ আরিফুল ইসলাম,দাওয়া সম্পাদক হিসেবে মুহাম্মদ মনিরুল ইসলাম মনোনীত হয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক এইচএম ইসমাইল সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা, ইউনিয়নের প্রমূখ নেতৃবৃন্দ।