ময়মনসিংহ ত্রিশালে ৯ ফেব্রুয়ারি রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত প্রকাশনা উৎসব ২০২৫ এর স্টল পরিদর্শনে আসেন জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলার এমপি প্রার্থী মোঃ আসাদুজ্জামান সোয়েল। উপজেলা আমীর আনম আব্দুল্লাহিল বাকী নোমান, সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান শামীম সহ উপজেলা ও পৌরসভার নেতা কর্মী ,ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্টল পরিদর্শন করেন এবং প্রকাশনার বইপত্র ক্রয় করেন।এ সময় তিনি সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মত বিনিময় করেন।
এর পূর্বে তিনি বালিপাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লার মায়ের জানাযায় শরীক হওয়ার পর ইউনিয়ন জামায়াতের অফিসে উপস্থিত হন।এ সময় সাথে ছিলেন উপজেলা আমীর আনম আব্দুল্লাহিল বাকী নোমান ভাই, উপজেলা সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান শামীম।